সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

দেশকে ধ্বংসের হাত থেকে বাচাঁতে নির্বাচন ব্যবস্থার সংস্কার করুন’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৬

আগামী দিনে দেশকে রাজনৈতিক নেতৃত্বশূণ্য করার ষড়যন্ত্র হিসেবে নির্বাচন ব্যবস্থা ও সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা ক্ষুন্ন করতেই বিগত দুটি সংসদ নির্বাচনের নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট ও লুটপাট করা হয়েছে। এ অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে বাচাঁতে হলে বর্তমান নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার করতে হবে।

 শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন ‘জাতীয় জোট’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা একথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন এ রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জোটের আহবায়ক ও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’র চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় সরকারের ইচ্ছার বাইরে কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নাই। এ অবস্থায় আগামী সংসদ নির্বাচনে হলে রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন হবে না। বরং বর্তমান কমিশনের অধীনে নির্বাচন হলে আগামী দিনে দেশের বাকি সব অর্জনও ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন, সরকারের ব্যর্থতায় দেশ এখন ব্যর্থ রাষ্ট্রের তালিকায় পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিদেশীরা স্যংশন দিচ্ছে। এতে দেশের ভবিষ্যত ণিয়ে আমরা দারুনভাবে শঙ্কিত। আগামী দিনে দেশ কোন দিকে যাবে সেটা কল্পনাও করতে ভয় হচ্ছে।

কাজী রেজাউল হোসেন বলেন, আমরা জোট করেছি নির্বাচনে যেতে। কিন্তু বর্তমান সরকার ও নির্বাচন ক্ষয়প্রাপ্ত নির্বাচন কমিশনের প্রতি সাধারন জনগনের ন্যুনতম আস্থা নাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার হলে জাতীয় জোট ৩শ আসনে প্রার্থী দিবে। জাতীয় জোট’র দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কংগ্রেস, গণঅধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রীন পার্টি, বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি ও বাংলাদেশ বেকার সমাজ।

বাংলাদেশ কংগ্রেস’র মহাসচিব ও জাতীয় জোটের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জোট ঘোষণাকালে গণঅধিকার পার্টি-পিআরপি’র চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মোঃ হাসান, বাংলাদেশ পিপলস্ পার্টি’র চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল বাদল, বাংলাদেশ গ্রীন পার্টি’র চেয়ারম্যান ইঞ্জিঃ মনছুর আহমেদ ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি’র চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও গণঅধিকার পার্টি-পিআরপি’র মহাসচিব ডঃ শরীফ সাকি, বাংলাদেশ বেকার সমাাজের সাধারণ সম্পাদক মোঃ রাহাত চৌধুরী, বাংলাদেশ পিপলস্ পার্টি’র মহাসচিব মোঃ আমিনুল ইসলাম সুমন, বাংলাদেশ গ্রীন পার্টি’র মহাসচিব মোঃ মোস্তাকিম হোসাইন ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি’র মহাসচিব মোঃ নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পরে জোটের আহবায়ক এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন। এতে বেশ কিছু প্রস্তাবনা, ৬ দফা সুপারিশ ও নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনা তুলে ধরা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর