সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গ্রেপ্তার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের একটি বাড়ি থেকে দুইটি অস্ত্রসহ মো. আলী আকবর (৩৬) ওরফে ‘ঢাকাইয়া আকবর’ নামে চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।


গ্রেপ্তার আকবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার চালিতাতলী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে। এসপি তারেক বিন রশিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও একটি দেশীয় এলজি জব্দ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়ে।
আরো অস্ত্র উদ্ধারের জন্য তার রিমান্ড আবেদন করা হবে। আকবরের বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতিসহ ১০টি মামলা রয়েছে।


এসপি বলেন, আকবর গত দুই মাস থেকে লক্ষ্মীপুরের শাকচর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করছিলেন। আত্মগোপনে থেকে সে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো।


সংবাদ সম্মেলনে আরাে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর