সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

বাগেরহাটে রেললাইন স্থাপনের আশ্বাস দিলেন শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩, ১২:৫৩

বাগেরহাটে আবারও রেলপথ স্থাপনের আশ্বাস দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

রোবরাব (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাঙ্গে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।


শেখ তন্ময় বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। মোংলা বন্দরের সঙ্গে রেললাইন চালু হচ্ছে। আমরা দাবি করেছি, বাগেরহাট পিসি কলেজের সামনে যে রেললাইন ছিল, মোংলার সঙ্গে যদি তা সংযোগ করা যায়, তাহলে ভাল হবে। রেল কর্তৃপক্ষ বলেছে, অযথা খরচ করে লাভ কি? আমি বলেছি, সবকিছুতে লাভ দেখলে হয় না, আমাদের অস্তিত্বেরও কিছু বিষয় থাকে, এখান থেকে মানুষ যাতায়াত করবে। এখনও বাগেরহাটে রেললাইন করার পরিকল্পনা আমাদের আছে। আগে মোংলারটা চালু হোক। তার সঙ্গে আমরা সংযোগ লাইনের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, কিছু স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছে, যারা দুর্গা পূজাসহ বিভিন্ন উৎসবে অশান্তি সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে সজাগ থাকতে হবে। প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ধরনের নির্দেশনা দেওয়া আছে। এবার পূজা সুষ্ঠভাবে হবে আশাকরি। বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার সব পূজা মণ্ডপে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা বসানোর আশ্বাস দেন তিনি।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র ও জেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মিলন কুমার ব্যানার্জী।

এ উপস্থিত ছিলেন- বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা এমএ মতিন, ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকি, শেখ বশিরুল ইসলামসহ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মীয় নেতারা।

এদিন বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার ১১৯টি পূজা মণ্ডপকে ২৯ হাজার টাকা ও মণ্ডপের স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট পোশাক প্রদান করেন সংসদ সদস্য শেখ তন্ময়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর