সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল করেনি

সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণে বিঘ্ন ঘটেছে।  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর-ঢাকা আকাশপথে কোনো উড়োজাহাজ চলাচল করেনি।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ ঘন কুয়াশা দেখা দেওয়ায় ঢাকা-সৈয়দপুর, সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে ইউএস-বাংলার দুটি, নভোএয়ারের দুটি ও সৈয়দপুর-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শিডিউল অনুযায়ী গন্তব্যে যেতে পারেনি এবং আসতেও পারেনি। তবে কোনো ফ্লাইট বাতিল হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, দুপুর পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মধ্যরাত থেকে কুয়াশায় ঢাকা পড়ে সৈয়দপুর বিমানবন্দর এলাকা। দুপুর পর্যন্ত দৃষ্টিসীমা ছিল ৫০০ থেকে ৬০০ মিটার। কিন্তু বিমান চলাচলে প্রয়োজন কমপক্ষে দুই হাজার মিটার দৃষ্টিসীমা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে পড়ে। সৈয়দপুরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


সকালের বিমানের যাত্রী আবু হোসেন বলেন, ‘সকাল ৯টার ফ্লাইট ধরার জন্য ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরিবারসহ বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দরে বসে থাকতে হয়।’ তাঁর মতো অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায় বিমানবন্দরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর