সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

দুবৃত্তের আগুনে ঝলসে যাওয়া জাহাঙ্গীর প্রাণ সংকটে

পটুয়াখালী প্রতিনিধি:

প্রকাশিত:
৭ জুন ২০২৩, ২২:২৭

.

 অনৈতিক কাজে রাজি না হওয়ার জেরে পটুয়াখালীতে মো. জাহাঙ্গীর ফকির (৩৮) নামে এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ঝলসে দেয়া হয়েছে। আগুনে ঝলসে যাওয়া ওই যুবক বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। ওখানকার চিকিৎসক বলেছেন-আগুনে দ্বগ্ধ হয়ে জাহাঙ্গীরের শরীরের ৯০ শতাংশ পুড়েগেছে। বিকল্প পদ্ধতিতে তাকে খাবার দিয়ে আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার চার দিনের মাথায় ৬ জুন পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন ভিকটিমের ভাই জামাল ফকির। জাহাঙ্গীর ফকির র্দীঘদিন পটুয়াখালী পৌর এলাকার ফায়ার সার্ভিজ রোডস্থ সিকদার রেষ্ট হাউজে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। জাহাঙ্গীরের বাড়ী দুমকী উপজেলার চরগরবদিতে।
সংশ্লিষ্ট সুত্র ও মামলায় বাদী বলেন-স্থানীয় শাহিন গাজীর ছেলে ঘটনায় অভিযুক্ত সাকিব গাজী (২২) সিকদার রেষ্ট হাউজের কক্ষে ঢুকে মাদক সেবনসহ অনৈতিক কাজে লিপ্ত হতেন। যে কারণে প্রায় সাকিবকে রেষ্ট হাউজ কক্ষের চাবি দিতে হতো। ঘটনার কয়েকদিন পূর্বে সাকিব কক্ষের চাবি চাইলে তা দিতে অস্বীকৃতি জানান জাহাঙ্গীর। এতে সাকিব ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে হুমকী-ধামকী দিয়ে চলে যান। পরবর্তীতে এ ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে সাকিবের বাসায় গিয়ে তার বাবা শাহিন গাজীকে জানান জাহাঙ্গীর। কিন্তু বাবা শাহিন গাজী ছেলেকে শাসন-বারন না করে উল্টো আস্কারা দেন বলে অভিযোগ বাদীর।
এরপর গত ২ জুন বিকালে সাকিব তার সঙ্গিদের নিয়ে সিকদার রেষ্ট হাউজের তৃতীয় তলায় উঠে অফিস কক্ষে অবস্থান করে পূর্বের মত কক্ষে যেতে ইচ্ছে প্রকাশ করে চাবি চান। এ সময় চাবি দিতে অস্বীকৃতি জানালে সাকিবের সঙ্গে থাকা পেট্রোল জাহাঙ্গীরের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জাহাঙ্গীরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দেন। জাহাঙ্গীরের ভাই মামলার বাদী জামাল ডাক্তারের বরাত দিয়ে বলেন-তার ভাইয়ের ৯০ শতাংশ শরীর পুড়ে গেছে। বর্তমানে তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এঘটনায় পরে মঙ্গলবার (৬ জুন) ভিকটিমের ভাই জামাল ফকির বাদী হয়ে সকিব গাজী ও তার বাবা শাহিন গাজীকে আসামি করে মামলা করেছেন।
এ প্রসঙ্গে সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন-এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর