সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

গাজীপুর-১

চতুর্থবারের মতো এমপি হলেন আ,ক,ম মোজাম্মেল হক

মো: মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ২০:১৮

গাজীপুর ১ আসনে চতুর্থবারের মত এমপি হলেন আওয়ামীলীগের মনোনীত হেভিওয়েট প্রার্থী সহকারী রির্টনিং কর্মকর্তা সুত্রে এতথ্য পাওয়া গেছে ১৬৪৩০ ভোট বেশী পেয়ে নৌকার এ্যাড ঃ আকম মোজাম্মেল হক এমপি । স্বতন্ত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। তাদের ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণায় প্রবীণ বনাম নবীণের লড়াইয়ে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা- সমালোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ১০৯২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকেরেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২৭৮৮ ভোট। প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্থানীয় ভোটার ও দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর অদুরে অত্যান্ত গুরুত্বপূর্ণ আসনটি হচ্ছে এরপর গাজীপুর-১। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নাম্বার ওয়ার্ড থেকে ১৮ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত আসনটি। টানা তিন বার গুরুত্বপূর্ণ এ আসনটি দখল করে রেখেছেন হেভিওয়েট মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। দ্বাদশ জাতীয় নির্বাচনেও চর্তুথ বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছিলেন ১৯শে মার্চের এ মহানায়ক। বর্তমানে তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি। তিনি গত ১৯৭৩-১৯৮৬ সাল পর্যন্ত ৩ বার জয়দেবপুর ইউপি চেয়ারম্যান, ১৯৮৯-২০০৮ সাল পর্যন্ত ৪ দফায় গাজীপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
গত ২০০৮ সালে পৌর মেয়র থেকে পদত্যাগ করে প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন বর্ষিয়ান এ নেতা। তিনি দশম ও একাদশ জাতীয় নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে এ আসন থেকে পূনঃনির্বাচিত হন। পর পর দুই বার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর দায়িত্ব পালন করছেন স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত এ নেতা। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নিজ আসনে ব্যাপক উন্নয়নে ভুমিকা রাখেন এ মন্ত্রী। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রথম বারের মতো সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন রেজাউল করিম রাসেল।২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন সিকদারের কাছে পরাজিত হন।
সর্বশেষ ২০২১ সালে কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপি নেতার মজিবর রহমানের কাছে পরাজিত হন এ নেতা।নৌকার প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমি গণতন্ত্রে বিশ^াস করি। আমার দৃঢ় বিশ^াস ছিল জনগণ নির্বাচনে আমার বিশ^াসের মূল্যায়ন করেছে। ৫০ বছর যাবত জনপ্রতিনিধিত্ব করছি। এই সময়ে দলের কার্যক্রলাপে ও জনপ্রতিনিধি হিসেবে সততার সাথেই কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইনমোহাম্মদ হাই জকী জানান, নির্বাচন শতভাগ ফেয়ার হয়েছে। নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর