সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

গাজীপুর-৩

"আপা মন্ত্রী অইছে-এলাকার অনেক উন্নয়ন অইবো"

জে, এ, রকিব মৃধা - শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১২:৩৬

অধ্যাপক রুমানা আলীকে প্রতিমন্ত্রী করায় গাজীপুরে চলছে আনন্দ-উচ্ছ্বাস। বুধবার (১০ জানুয়ারি) রাতে খবরটি জেনে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শামিল হন সাধারণ মানুষও।

রুমানা আলী গাজীপুর ৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রতিমন্ত্রী। ইতিপূর্বে তিনি একাদশ জাতীয় সংসদে ১৪ নং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে “সংসদ সদস্য” পদে নির্বাচিত হন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এর মধ্যে ১১ জন প্রতিমন্ত্রীর তালিকায় রুমানা আলীর নামও ঘোষণা করা হয়। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণের পর জানা যাবে। এ খবর শুনে নেতাকর্মীরা, সাধারণ মানুষজন খুশি ও আনন্দ-উল্লাসে উদ্ভাসিত।

প্রতিমন্ত্রীর তালিকায় রুমানা আলীর নাম ঘোষণায়, খবরটি জেনে রাত ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও শামিল হন সাধারণ মানুষও।

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবুল সরকার জানান, গাজীপুর-৩ আসনটি আওয়ামী লীগের শক্ত দুর্গ। এই আসন থেকে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলী টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে আটটিতেই জয়লাভ করে আওয়ামী লীগ।

তিনি জানান, ১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত অ্যাডভোকেট রহমত আলী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তাকে ছাড়া এ যাবৎ পর্যন্ত এ এলাকা থেকে কারোই মন্ত্রিসভায় ঠাই হয়নি। তারই কন্যা রুমানা আলী এবার দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। ফলে তাৎক্ষণিক এ খবরে আনন্দে-উচ্ছ্বসিত সাধারণ মানুষও।

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, রুমানা আলীর ক্লিন ইমেজ। বাবার মতোই সৎ তিনি। তাকে মন্ত্রিসভায় রাখায় এ এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। ফলে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ আজ আনন্দ-উল্লাসে উদ্ভাসিত।

আনন্দ মিছিলে অংশ নেওয়া সাতখামাইর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, “আমগর এলাকার জন্য এর চেয়ে খুশির খবর আর অয় না। আপা মন্ত্রী অইছে-এলাকার অনেক উন্নয়ন অইবো।”

কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মুদি দোকানদার রবিউল ইসলাম বলেন, ‘খবর পাইয়া খুব খুশি অইছি। আমগর এলাকাত্যে এইবার মন্ত্রী অইছে। খবর পাইয়াই আনন্দ মিছিল করছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর