সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

অসম পিরিতি

এফ এইচ সবুজ

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১১:৪৯

তোমারি আসিবার আশে
হৃদয় মরুতে প্রতিদিন
কতো ফুল ফুটে,
সারদিন পথ চেয়ে
সাঁঝে যায় ঝরে।
 
দিন যায় রাত যায়
তোমারি অপেক্ষায়,
আশা হয় নাশা,
তবু-যে হৃদয় কুঞ্জে
বাঁধি আশায় নতুন বাসা।
 
হৃদয় নদীর চরে
কতো কাঁশ ফুটে,
তুমি হীনা শুকায়
বিরহী রোদে।
 
নদী ভাঙ্গার খেলা
খেলাছো বিভোর,
অসম পিরিত তব
স্মৃতি আজ নিগূঢ়।
 
লাভ ক্ষতির হিসাব
করিনিত কভু আগে,
ছেয়েছিলে মন
তাই দিয়েছিলাম সঁপে।
 
তোমারি স্মৃতি আজ
দোলা দিয়ে যায়
কতো স্মৃতি রেখে গেছো
এই মনের আঙ্গিনায়।
 
আঁখি আরশিতে ভাসে
তব ঐ আনত মুখ,
সেথায় যে পড়ে আছে
জীবনের যতো সুখ।
 
জীবন বসন্তে ফুটেছিল ফুল
হৃদয়ের গহনে,
বিভোর ছিলাম তাই
অবারিত পুলকে।
 
হাত ধরে হাতে
হেঁটে মেঠো পথে
ভাসিয়েছিলে নিত্য মোরে
স্বপ্নলোকের দেশে।
 
আজি কেনো তবে
দূর হতে দূরে,
মিছে মায়ায় কেনো মোরে
বেঁধেছিলে প্রেমের ডোরে?
মন কূহুরে বাজে প্রতিক্ষণ
তোমারি পায়ের পায়েল ঝংকার,
এইবুজি এলে মোর কাছে
সহস্র বাধার প্রাচীর হয়ে পার।
 
তুমি আসিবে বলে
আজও কাটে প্রহর,
আশায় সাজে শত রূপা
পুস্পে হদয় শহর।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর