সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

রাজধানীতে দুই সাংবাদিকের ওপর হামলা, আটক ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১১:৫৮

রাজধানীর আদাবরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের অনুসন্ধানী বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

আটকরা হলেন- আদাবর থানার ঢাকা হাউজিংয় এলাকার মৃত শরিফ মাতুব্বরের ছেলে মো. সুমন মাতুব্বর (৪০) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসুফপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এসময় দোকানে পাশেই দাঁড়িয়ে থাকা ওই দুই সাংবাদিক বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় ফেরাতে গেলে কাঁচি আমার হাতে ঢুকে যায়। এসময় উপস্থিত সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমি আদাবর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা (মামলা নং-৮) করেছি।

মামলার এজাহারে বলা হয়েছে, দোকানে কথাবার্তার একপর্যায়ে আসামিরা দোকানিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথাড়ি কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। একপর্যায়ে তারা দোকানে থাকা পান কাটার কাঁচি নিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজের মাথা লক্ষ্য করে আঘাত করে। এসময় হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে গুরুতর আহত হন সিরাজ। তখন দোকানে থাকা দুই সাংবাদিক সিরাজকে রক্ষার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই প্রবীর কুমার বলেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সকালে আদালতে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর