সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

নোবিপ্রবি

ইএসডিএম বিভাগে ল্যাব ও স্মার্ট সেমিনার লাইব্রেরি ওয়েবসাইট উদ্বোধন

আবদুল্লাহ আল নাঈম,নোবিপ্রবি

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৯:৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগে এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাব (EQuAl) এবং স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
 
 সোমবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ভবন-২ এর ৬ষ্ঠ তলায় ইএসডিএম বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাব ও লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষক সমিতির সভাপতি  অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উদ্বোধন শেষে উপাচার্য  ল্যাবে স্থাপিত অত্যাধুনিক যন্ত্রপাতি সঠিক উপায়ে ব্যবহারের পরামর্শ দেন। এরপর তিনি স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 
প্রসঙ্গত, এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাবে স্থাপিত যন্ত্রপাতি পরিবেশের মূল উপাদান যেমন মাটি, পানি, বায়ু, শব্দ ইত্যাদির গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে ব্যবহৃত হবে। অন্যদিকে স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে বই নিতে পারবে এবং পড়া শেষে জমা দিতে পারবে। ওয়েবসাইটে বিভাগের একাডেমিক বই, জার্নাল ও পাবলিকেশনের অনলাইন সংস্করণ দেয়া রয়েছে, যা সহজে ডাউনলোড করা এবং পড়া সম্ভব।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর