সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

নরসিংদীতে 'ভাবতরঙ্গ মেলা'য় মাতলেন হাজারো দর্শক শ্রোতা

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১২:২৯

রায়পুরায় আধ্যাত্মিক গান গাইছেন 'চাতক পাখি’ বাউল শিল্পী গোষ্ঠীর দল

নরসিংদীর রায়পুরায় সুপ্রসিদ্ধ আউলিয়া শাহ্ সুফি হযরত টকি মোল্লা খন্দকার (রঃ) বাৎসরিক ওরশ উপলক্ষে মাঘের ঘন কুয়াশা হার কাঁপানো তিব্র শীত উপেক্ষা করে রাতভর হয়ে গেলো বাউল শিল্পীদের নিয়ে আধ্যাত্মিক গানের 'ভাবতরঙ্গ মেলা' মহোৎসব।

শনিবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলা উপজেলার রাজপ্রাসাদ গ্রামে টকি মোল্লার মাজারে ওরশ জমে। সোমবার দিবাগত সন্ধ্যার পর থেকেই মাজার মাঠ প্রাঙ্গণে জমে উঠা এ মহোৎসবে হার কাঁপানো শীত উপেক্ষা করে জড়ো হতে থাকেন আশপাশের বিভিন্ন এলাকাসহ দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত দর্শক শ্রোতা। রাত ৯টায় শুরু হয়ে রাতভোর পর্যন্ত চলে ভাবতরঙ্গ মেলা।

এ সময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ নরসিংদী ৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।
আধ্যাত্মিক মরমি সঙ্গীত পরিবেশনায় দর্শক শ্রোতা মাতিয়ে গেলেন টিভি পর্দার জনপ্রিয় দরাজ কন্ঠ শিল্পী রাজিব শাহ্, হামিদা পারভিন, শৈলী সূত্রধর, 'চাতক পাখি’ বাউল গোষ্ঠী! 'আল্লাহ রাসুলের নাম' 'আল্লাহ বলো মনরে পাখি আল্লাহ বলো' ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক বাণীর স্লোগানে শুরু হয় অনুষ্ঠান। এই মহোৎসবে লালনের রেখে যাওয়া মানবমুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণীসংবলিত গান গাওয়া হয়।

জানা গেছে, সুপ্রসিদ্ধ আউলিয়া শাহ্ সুফি হযরত টকি মোল্লা খন্দকার (রঃ)
উপজেলার রাজপ্রসাদ গ্রামে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ব্রত ছিলেন। প্রয়ানের এখানে উনার রওজা। তাঁর স্মৃতি রক্ষার্থে মাজার কমিটির উদ্যোগে প্রতিবছর বাংলা মাঘ মাসের ৬,৭,৮ তারিখ তিনদিন ভক্ত আশেকানদের নিয়ে চলে ওরশ মোবারক। শেষেরদিন রাতে চলে আধ্যাত্মিক গানের উৎসব। ওরশ উপলক্ষে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ভক্ত আশেখানদের সব বয়সী মানুষের সমাগম ঘটে।


পাশাপাশি ওরশ ও উৎসব উপলক্ষে জমে উঠে গ্রামীণ মেলা। ওই সময় মহোৎসবকে ঘিরে এখানে হাজার হাজার ভক্তের আনাগোনা লক্ষ করা যায়।
অনুষ্ঠানে আসা ভক্ত নাজমুল ইসলাম, সবুজ মিয়া, টিটু বলেন, ‘প্রতিবছর এই মহোৎসবের অপেক্ষায় থাকি। এ মহোৎসবে হাজারো মানুষের মাঝে সারা রাত আধ্যাত্মিক লালন গান শুনে আমার মতো অনেকেই আনন্দ পান।’

ইউপি চেয়ারম্যান মো ফারুক হোসেন আলী বলেন, ‘মাজারের বাৎসরিক ওরশ উপলক্ষে লালন গানের 'ভাবতরঙ্গ মেলা'য় ভক্তদের ঢল নামে। সবাই আধ্যাত্মিক গানে আনন্দ পান। প্রতিবছর এদিনটির অপেক্ষায় থাকে হাজারো ভক্ত।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর