সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ডেমরা থানা প্রেসক্লাবের নেতৃত্বে ফারুক-বাবু-এনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৭:১০

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহি সাংবাদিক সংগঠন ডেমরা থানা প্রেসক্লাবের নতুন কমিটি করা হয়েছে। ২০০৫ সালে অসহায় ও নির্যাতিতদের কল্যাণে স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় ডেমরার প্রথম সাংবাদিক সংগঠনটি। ডেমরা থানা প্রেসক্লাবের কার্যকরি সদস্যরা চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী দুই বছরের জন্য নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জেষ্ঠ্য সদস্য সিনিয়র সাংবাদিক এম আই ফারুক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাবু। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সদস্য এনামুল হক এনা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সদস্য এস এম নাসিম।

ডেমরা থানা প্রেসক্লাবের কার্যকরি কমিটিতে রয়েছে ২১ জন পেশাদার সাংবাদিক। তারা সবাই দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত। সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন মাসুদ, সহ সভাপতি পদে ফারুক আহমেদ সুজন, মো. আরিফুর রহমান সুমন ও মো. টিপু সুলতান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মো.পাথর আহমেদ, দপ্তর সম্পাদক করা হয়েছে মো. পারভেজ বিন হাসানকে।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম নাসিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম রিয়াজুল ইসলাম রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস কে রোমা, শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. বিল্লাহ হোসেন।

এছাড়া ডেমরা থানা প্রেসক্লাবের কার্যনির্বাহি সদস্য পদে রয়েছেন মো. আশিকুর রহমান, মো. জহিরুল ইসলাম বাবু, মো. সাইফুল ইসলাম। সব মিলিয়ে ২১ জনের চূড়ান্ত কমিটি ঘোষণা করেছে সংগঠনটির নীতি নির্ধারকরা। হাতে হাত রেখে ক্লাবের উন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির পদপ্রাপ্তরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর