সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায়

মদনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠিদের অবরোধ প্রত্যাহার

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫৭

নেত্রকোণার মদন উপজেলায় বেপরোয়া ভেনট্রলির চাকায় পিষ্ট হয়ে লাকি আক্তার (১৮) নামের কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী বাজারে দূর্ঘটনাটি ঘটে। ভেনট্রলিটি পল্লী বিদ্যুতের খুটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। নিহত লাকি আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে ও মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরিক্ষায় অংশ নিতে লাকি আক্তার বাড়ি থেকে এসে ঘটনাস্থলে সহপাঠিদের জন্য অপেক্ষা করছিল। এসময় পল্লী বিদ্যুতের পিলারবাহী ভেনট্রলি গাড়ি বেপরোয়া গতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাকি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় জনতা নিহত লাকি আক্তারের মরদেহ উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ভেনট্রলি গাড়ির চাপায় কলেজ শিক্ষার্থী লাকি আক্তার নিহতের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে সহপাঠিরা রাস্তা অবরোধ করে অপরাধীর শাস্তি নিশ্চিতসহ বিভিন্ন দাবীতে শ্লোগান দিতে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো পূরণে দৃশ্যমান কার্যক্রম শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া বলেন, শিক্ষার্থীদের দাবীগুলোর মধ্যে কলেজের পাশে রাস্তার ওপর দুরপাল্লার বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে লাইসেন্সবিহীন অবৈধ যান চলাচল বন্ধ করতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে।

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান জানান, নেত্রকোণা জেলা সদর থেকে বৈদ্যুতিক পিলার নিয়ে খালিয়াজুরী যাওয়ার পথে ভেনট্রলিটি দূর্ঘটনার শিকার হয়ে একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ চলছে।

মদন থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার বলেন, নিহত শিক্ষার্থীর লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভেনট্রলি চালক আনারুলকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর