সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

রহিমা-নওশের আলী অনার্স কলেজে রজত জয়ন্তী উৎসব

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৮

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ছোনকা রহিমা-নওশের আলী অনার্স কলেজের সফলতার ২৫বছর পূর্তি উপলক্ষে রজত-জয়ন্তি উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙণে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

পরে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ.কে.এম.রেজাউল মোস্তফা তারার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিবর রহমান মজনু বলেন, দল মতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। এই প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ অবদান রাখছে- এমন মন্তব্য করে তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার পরিবেশসহ অবকাঠামানো উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পী বেগম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মুন্সী সাইফুল বারী ডাবলু, শাহজামাল সিরাজী, এ্যাড. ইলিয়াস উদ্দিন মিন্টু, স ম হাফিজুর ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেন মামুন।

অনুষ্ঠানের শুরুতেই রজত-জয়ন্তি উৎসব ঘিরে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর