সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

যে কারণে পরীমণিকে বাদ দিয়ে নেওয়া হলো বুবলীকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১২:০৫

শবনব বুবলী ও পরীমণি

ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে ‘প্রহেলিকা’ অন্যতম। 

 

আরফান নিশোর ‘সুড়ঙ্গ’ ও  শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে পাল্লা দিতে না পারলেও সিনেমাটি আলোচনায় রয়েছে।

 

 

সারাদেশে এখন পর্যন্ত মোট আটটি হলে চলছে সিনেমাটি।

 

সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আনামের সঙ্গে জুটি বেঁধেছেন বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা শবনব বুবলী।

 

যদিও এই সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল পরীমণির। পরে নানান কারণে বাদ পড়ে যান বিশ্বসুন্দরী খ্যাত নায়িকা। তার জায়গায় নেওয়া হয় চিত্রনায়িকা বুবলীকে। 

 

পরীকে কেন বাদ দিয়ে বুবলীকে নেওয়া হলো সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এ প্রশ্নের জবাব দেন পরিচালক চয়নিকা। 

 

এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে জানতে চাওয়া হয় প্রহেলিকা সিনেমায় মাহফুজের বিপরীতে চরিত্রটি করার কথা ছিল পরীমণির। এখানে বুবলী ঢুকে গেলেন কীভাবে?

 

জবাবে চয়নিকা চৌধুরী বলেন, হ্যাঁ, সিনেমাটি আসলে করার কথা ছিল পরীমণিরই। এখানে অপরুপা ও অর্পা চরিত্র আছে। যেহেতু পরী সুন্দর ও মেধাবী শিল্পী। তাকেই নির্ধারণ করেছিলাম চরিত্রটির জন্য। কিন্তু ২০২১ সালে পরী ঝামেলায় পড়ে যায়। এরপর ২২ সালে বিয়ে করে প্রেগনেন্ট হয়ে যায় সে। তার জন্য আর কত অপেক্ষা করা যায়? একপর্যায়ে পরী নিজেই জানায় তার অপারগতার কথা। তার সঙ্গে কথা বলেই তাকে বাদ দিই সিনেমাটি থেকে।

 

এতো গেল পরীমণির বাদ পড়ার কথা। এরপর বুবলীকে পছন্দ হলো কীভাবে?  

 

চয়নিকা বলেন, পরীর পরিবর্তে কাকে নেব এ নিয়ে শুরু হয় নানান জল্পনা-চিন্তাভাবনা। পরে খুঁজতে শুরু করলাম মিষ্টি ও সুন্দর এবং কাজের প্রতি ডেডিকেটেড এমন কোনো অভিনেত্রীর? শুনলাম কাজের প্রতি বুবলী প্রচণ্ড ডেডিকেটেড। আর এজন্যই তাকে নির্ধারণ করি। 

 

বুবলীর বিষয়ে যা শুনেছেন ঠিকই শুনেছেন বলে জানালেন প্রহেলিকা পরিচালক। 

 

বুবলীর প্রশংসা করে এ পরিচালক বলেন, সত্যি বুবলী কাজের প্রতি ডেডিকেটেড। সে এতটাই কাজে মনোযোগী যে, এ ছবির একটানা ৩৩ দিন শুটিংয়ের কাজ ছিল। একদিনও তার হাতে সেল ফোন দেখিনি। এবং শীতকালে অনেকক্ষণ ভিজে থাকতে হয়েছিল তাকে। অথচ একবারও বলেনি রুমে যাই। বরং রুমে যেতে বললেও সে যায়নি। এটিই প্রমাণ করে তার কাজের প্রতি আগ্রহ। বৃষ্টিতে ভিজলেও তার মুখ থেকে কোনো বিরক্তিপূর্ণ শব্দ শুনতে পাইনি। বুবলীকে দিয়ে কাজ করিয়ে আমি অত্যন্ত খুশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর