সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু সহ আহত ১৫ জন

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৫:০৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের বিচরণ বেড়েছে। এসব কুকুরের কামড়ে প্রায়ই আহত হচ্ছে মানুষসহ গবাদী পশু। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। এসব পাগলা কুকুর ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানা গেছে।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফুলবাড়ী বাজারে ও ব্রাকমোড় সংলগ্ন কাশিয়াবাড়ী, কদমতলা ও ফুলসাগর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধ মিলে প্রায় ১৫ জন মানুষ গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পরে ঘাতক পাগলা কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। কুকুরের কামড়ের শিকার আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কাশিয়া গ্রামের আইনুল হকের শিশু পুত্র মবিন (৪), মইনুল হকের শিশুকন্যা মিম (৯), একই এলাকার এরশাদুল হকের ছেলে মোহাম্মদ আলী (১৫), সুরুজ মিয়ার স্ত্রী নুরনাহার বেগম (২৫) ও বৃদ্ধ আনছার আলীসহ (৮০) প্রায় ২০ জন।

প্রতক্ষদর্শী এলাকাবাসী খাতুল্লা মিয়া জানান, পাগলা কুকুরটি হিংস্র ছিল। সে যতজনকে আক্রমণ করেছিল তা বাঘের মতো লাফ দিয়ে আক্রমণ করেছে। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পাগলা কুকুরটি মেরে ফেলতে সক্ষম হয়েছি।

এনছার আলী নামের অপর প্রতক্ষদর্শী জানান, ফুলবাড়ীতে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসা পাগলা কুকুর গুলো হিংস্র। এরা মানুষ ও গবাদী পশু গরু-ছাগলের উপর আক্রমণ চালাচ্ছে। শুক্রবার ও শনিবার আক্রমনাক্তক দুইটি পাগল কুকুরকে এলাকাবাসী মেরে ফেলতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুমন কন্তি সাহা জানান, ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত রোগীদের সংখ্যা আমার জানা নেই। তবে এসব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। কারণ- এখানে জলাতঙ্ক রোগের টিকার অভাব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর