সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ফেসবুক বন্ধুত্ব থেকে এবার বন্ধুদের জন্য ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

জীবনের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (৯৮-২০০০) সালে পাশ করার পর কেটে গেছে ২৫ বছর। এই দীর্ঘসময়ে এসব শিক্ষার্থীদের একেকজন নানা পেশায় চলে গেছেন।

কেউ দেশে আছেন, কেউ আছেন দেশের বাইরে। তবে সারা দেশের একে অপরকে চেনা বা অচেনা এই নব্বইয়ের দামাল তরুণেরা ফেসবুকের মাধ্যমে এক হয়ে আবারও উদযাপন করেছেন বন্ধুত্ব।
এবার তারা একত্রিত হয়ে ‘এসএসসি ৯৮ ফ্রেন্ডস’ নামের একটি ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। ১৯৯৮ সালে এসএসসি ও ২০০০ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা এই ফাউন্ডেশনের সদস্য।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আয়োজনের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হয়। এতে সারা দেশ থেকে ৯৮ ব্যাচের দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২০১৮ সালে মুশফিকুল ইসলাম নামের একজন ‘এসএসসি ৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস’ নামে ফেসবুকে একটি গ্রুপ খোলেন। গত ছয় বছরে সারা দেশ থেকে ৩৫ হাজার জন গ্রুপটির সদস্য হয়েছেন। প্রতিযোগিতামূলক, সাংস্কৃতিক আয়োজন, দুস্থ ও অসুস্থ বন্ধুদের জন্য কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা ও সেবা দেওয়া হয় এর মাধ্যমে।

এ ছাড়া গ্রুপটির মাধ্যমে যৌথভাবে উদ্যোগ নিয়ে শীতার্তদের শীতবস্ত্র, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।

বন্ধুদের নিয়ে করা এই সংগঠন আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গঠন করেছে। সরকারের সমাজসেবা অধিদপ্তর ফাউন্ডেশনটিকে অনুমোদন দিয়েছে। গতকালের আয়োজনে ফাউন্ডেশনের ঘোষণা ও প্রাথমিক কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত দুই হাজার বন্ধু তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। নগর বাউল জেমসের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি টানা হয়। সংগঠনটির এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল শেফর মাস্টার নামের দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান।

শেফর মাস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনসুর আব্দুল রহমান বলেন, ছোটবেলার স্মৃতি সবাইকে সব সময় অন্যরকম অনুভূতি দেয়। অনুভূতির এই মিলনমেলার অংশ হতে পেরে শেফর মাস্টার অত্যন্ত উচ্ছ্বসিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর