সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়িত্ব

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১২:০৬

খুলনায় কমেছে বৃষ্টিপাত, আর বেড়েছে তাপমাত্রা এবং তাপদাহের স্থায়িত্ব। এ বছর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে, ২৫ এপ্রিল তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে গত ১০ বছরের মধ্যে খুলনায় চলতি এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি এপ্রিলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। সোমবার খুলনা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, খুলনায় এ বছর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি এপ্রিল মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। গত বছর ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে গত বছর তাপদাহের স্থায়িত্বকাল ছিল এ বছরের তুলনায় কম। গত বছর এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৩৪ মিলিমিটার। এর আগে, ২০০০ সালের এপ্রিলে বৃষ্টিপাত হয়েছিল ৭০ মিলিমিটার। ওই বছর এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৫০ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রটি জানায়, গত বছরগুলোতে তাপমাত্রা বাড়লেও কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ায় তাপদাহের স্থায়িত্বকাল কম ছিল। চলতি এপ্রিল মাসে বৃষ্টি কম হওয়ায় গরমের প্রভাব বেশি।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ বলেন, বছরের অন্যান্য মাসের তুলনায় এপ্রিল মাসে স্বাভাবিকভাবেই গরম বেশি থাকে। তবে খুলনায় তাপমাত্রা দিন দিন বাড়ছে এবং সেই সঙ্গে তাপদাহের স্থায়িত্বকালও বেড়েছে। তাদদাহের কারণ হিসেবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাত কমে যাওয়াই এর অন্যতম কারণ। এছাড়া খুলনায় অনেক জলাশয় ভরাট করে অবকাঠামো তৈরি করা হয়েছে। অনেক নদী-খাল শুকিয়ে গেছে। পাশাপাশি গাছপালা কেটে ফেলার কারণেও গরম বেড়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, খুলনায় অনেক জলাধার ভরাট করে ফেলা হয়েছে। এসব জলাশয় তাপ শোষণ করে নিত। আগে অনেক গাছপালা ছিল, সেগুলো অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করত। এখন গাছপালা কমে যাওয়ায় বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে। তিনি জানান, খুলনায় আগের তুলনায় এসি’র সংখ্যা ও ব্যবহার বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির এটিও একটি কারণ। এছাড়া খুলনায় লবণাক্ততা বেড়েছে। লবণাক্ততার কারণে বাতাসে আর্দ্রতা ও লবণের পরিমাণ বেশি থাকায় গরম বেশি লাগছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর