সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৬:৩৬

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ আজ বুধবার দুপুর ১২টার দিকে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো ১৩ নম্বর যতীন্দ্র কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। তিনি বলেন, এক প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মারার কারণে কেন্দ্রটির ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। পরিস্থিতি যদি ভালো হয় আবার ভোট গ্রহণ করা হবে।

ইউপিডিএফ সমর্থিত কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থক আনারস প্রতীকের প্রার্থী চাথোয়াই মারমার লোকজন সকাল থেকে বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা করছেন। দুটি কেন্দ্রে অস্ত্র দিয়ে রীতিমতো ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

লক্ষ্মীছড়ি উপজেলার মোট ভোটকেন্দ্র ১৩টি। ভোট কক্ষের সংখ্যা ৫৩। উপজেলায় মোট ভোটার রয়েছে ২১ হাজার ৭২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৪০ ভোট এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮২ ভোট।


নির্বাচনে চেয়ারম্যান পদে ইউপিডিএফ সমর্থিত সুপার জ্যোতি চাকমা, আওয়ামী লীগ সমর্থিত চাথোয়াই মারমা ও রতন বিকাশ চাকমা প্রার্থী হন। এর মধ্যে রতন বিকাশ চাকমা কোনো প্রচারণা চালাননি। তিনি নির্বাচন থেকে সরে গেছেন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, এক প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মারার কারণে কেন্দ্রটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি যদি ভালো হয় আবার ভোট গ্রহণ করা হবে।

এদিকে উপজেলার দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমা। তিনি অভিযোগ করে বলেন, সকাল থেকে এই কেন্দ্রে জোর করে জাল ভোট দেওয়া হচ্ছে। অস্ত্রসহ এসে ব্যালট পেপার কেড়ে নিয়ে যাচ্ছে।

দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব জিনিয়া চাকমা বলেন, ‘কেন্দ্রে থেকে ম্যাজিস্ট্রেট চলে গেলেই অস্ত্রসহ লোকজন এসে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর