সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল জ্বালানি তেলের দোকান

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১৪:০৮

বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান পুড়ে যাওয়াসহ ঐ ভবনের দোতলায় থাকা সোশ্যাল ইসলামি ব্যাংকের একটি উপ-শাখাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (০১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস সিলিন্ডার ও টায়ারসহ পুড়ে গেছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ভবনটির নিচতলার জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

পরে,আগুন নেভানোর কাজে বগুড়া, শাজাহানপুর, ধুনট ও চান্দাইকোনা ফায়ার স্টেশনের আটটি ইউনিট এসে যোগ দেয়। কিছুক্ষণ পর পানি ফুরিয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজ আধাঘণ্টা বন্ধ ছিল। থেমে থেমে গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণ ঘটতে থাকে। পরে পাশের একটি জলাশয় থেকে পানি এনে প্রায় ৪ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় ঐ ভবন সংলগ্ন মহাসড়কের পাশে থাকা এগারো কেভি বৈদ্যুতিক সংযোগের তার পুড়ে গিয়ে আশপাশের এলাকায় রাত থেকেই বিদুৎ সরবারহ বন্ধ ছিল। সকাল ৭টায় তা স্বাভাবিক হয়েছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেলেও লিমন এন্টারপ্রাইজের মালিক জিন্নাহ এবং ভবন মালিক দুলাল রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

শেরপুর উপজেলা ইউএনও সুমন জিহাদী বলেন, তিন মাস আগে আগুনে পুড়ে যাওয়া এ প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মহাসড়কের পাশ থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির মালিক সরে যাওয়ার জন্য কিছু সময় প্রার্থনা করেছিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ধারে কাছে গড়ে উঠেছে এ ধরনের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর