সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

মার্কিন নির্বাচনী প্রচারণা

জুলাইয়ে ট্রাম্পের দ্বিগুণ অর্থ তুলেছেন কমলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১২:১৭

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস গত জুলাই মাসে তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দ্বিগুণের বেশি নির্বাচনী তহবিল সংগ্রহ করতে পেরেছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণাশিবির গতকাল শুক্রবার (২ আগস্ট) জানায়, গত জুলাইয়ে নির্বাচনী তহবিলের জন্য তারা ৩১ কোটি ডলার অর্থ তুলতে পেরেছে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণাশিবির গত বৃহস্পতিবার (১ আগস্ট) জানায়, গত জুলাইয়ে তাদের তহবিলে ১৩ কোটি ৮৭ লাখ ডলার জমা পড়েছে। জুলাই শেষে তাদের ৩২ কোটি সাত লাখ ডলার হাতে আছে।

গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পরই সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলার নাম আলোচনার শীর্ষে উঠে আসে। এ ক্ষেত্রে কমলাকে সমর্থনও দিয়েছেন বাইডেন। সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার এক সপ্তাহের মধ্যেই কমলা ২০ কোটি ডলার তহবিল তুলে ফেলেন।

জুলাইয়ে কমলার নির্বাচনী তহবিলে অর্থদাতাদের দুই-তৃতীয়াংশই নতুন। কমলার নির্বাচনী প্রচারণাশিবির জুলাই মাসকে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে তৃণমূল পর্যায়ের তহবিল সংগ্রহের সবচেয়ে সেরা মাস হিসেবে আখ্যায়িত করেছে। এ মাসে ৯৪ শতাংশ দাতাই ২০০ ডলার বা এর কম অর্থ দান করেছেন। ছোট ছোট দানই একত্রে বড় তহবিলের আকার ধারণ করেছে।

গত জুনে ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাইডেন নাস্তানাবুদ হওয়ার পর থেকে ডেমোক্র্যাটরা তহবিল জোগাড় করা নিয়ে চাপে পড়তে শুরু করেন। এমন টালমাটাল সময়ে কমলা হাল ধরার পর থেকে অর্থের জোয়ার আবার বাড়তে শুরু করে। এদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুনের তুলনায় জুলাইয়ে ২৪ শতাংশ বেশি অর্থ পেয়েছেন। জুনে ১১ কোটি ১৮ লাখ ডলার পাওয়ার কথা জানায় তাঁর প্রচারণাশিবির। গত জুলাইয়ে তারা ১৩ কোটি ৮৭ লাখ ডলার তহবিল সংগ্রহ করতে পেরেছেন।

১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়। ওই ঘটনা নির্বাচনী তহবিলে অর্থের পরিমাণ বাড়াতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর