প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৭:১৪
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নবীনগর পৌরসভার পশ্চিম পাড়ায় কাউসার আলম শিবু নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে মানববন্ধন করে এলাকাবাসি। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সে অনেক নিরীহ মানুষকে অন্যায় অত্যাচার করে এ অন্যায় অত্যাচারে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন শেষে মিছিল করে। মিছিলটি আয়েশা পল্লী থেকে শুরু হয়ে পশ্চিমপাড়া পশু হাসপাতালে গিয়ে শেষ হয়। শিবুর বিরুদ্ধে অনেক এ তার অত্যাচারের কথা তুলে ধরে।
খাদিজা বেগম (৪০) বলেন, আমার মেয়ে আয়েশা (১৩) ও আমাকে চুলে ধরে বাড়িতে থেকে ধরে নিয়ে অত্যাচার করে। কারো কাছে বিচার দিয়ে বিচার পাইনি।
মিজান মিয়া (৪৫) বলেন, তার (শিবু) অত্যাচারের আমরা অতিষ্ঠ হয়ে নানা মহলে অভিযোগ করেও কোন বিচার পাইনি।
তাজুল ইসলাম তাজু বলেন, শিবুর বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ নিয়ে আসে। আমি শিবুকে বলে কোন কাজ না হলে ভুক্তভোগীদেরকে স্থানীয় কমিশনার ও পুলিশের কাছে পাঠিয়ে দেই ন্যায় বিচার পাওয়ার জন্য। অথচ শিবুর ক্ষমতার কাছে সব পরাজিত হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) সকালে কাউছার আলম শিবুর বাড়িতে ও পরিবারের সদস্যদের উপর হামলা করে ভাঙ্গচুর করে এক দল দূর্বৃত্তরা। এতে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মন্তব্য করুন: