সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

২৪ ঘন্টার মধ্যে কুবি রেজিস্ট্রার সহ চারজনকে পদত্যাগ করার আল্টিমেটাম

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৮:২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রসশনিক ভবনের নীচ তলায় তারা এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম আবু রায়হান চার জনের পদত্যাগের দাবি তুলে ধরেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মইনকে 'পলাতক ভিসি' হিসেবে আখ্যায়িত করেন।

স্বৈরশাসক হিসেবে পরিচিত পাওয়া শেখ হাসিনার পছন্দের কোন ব্যক্তিকে যেমন আন্দোলনকারীরা পদে দেখতে চায় না তেমনি শেখ হাসিনার পছন্দের লোক যখন শেষ মুহূর্তে কাউকে নিয়োগ দিয়ে যায় সেটাও তারা দেখতে চায় না বলে জানান সংবাদ সম্মেলনে। তাই তারা রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের পদত্যাগ চায়।

এছাড়া সারা বাংলাদেশ জুড়ে চলা ৩৬ দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদেরও পদত্যাগ চেয়েছেন শিক্ষক সমিতি থেকে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন শিক্ষকদের হুমকি ও মারধরের সাথে জড়িত থাকায় তাকেও অফিসার্স এসোসিয়েশনের পদ থেকে পদত্যাগ করতে বলেন।


সংবাদ সম্মেলনে আবু রায়হান বলেন, ' আমরা উল্লেখিত চার জনের পদত্যাগ চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে। তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর