সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ক্যাম্পাস পরিষ্কারের দায়িত্ব কাঁধে নিলেন ইবি শিক্ষার্থীরা

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৫:৩৭

রাষ্ট্র সংস্কার কর্মসূচিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি পালিত হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী কয়েকটি ভাগে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতায় যোগ দেয়। কর্মসূচীতে তারুণ্য, রক্তিমা, অভয়ারণ্যসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও যোগ দেয়।

এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের মেইন গেটের সামনে থেকে শুরু করে গেটের দুই পাশ, কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রাঙ্গণ, ডায়না চত্বর, প্রশাসন ভবনের আশপাশ, বটতলা, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনসহ ক্যাম্পাসের প্রতিটি স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে।


শিক্ষার্থীরা জানায়, গত কয়েক দিনের আন্দোলনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাটকেল, লাঠিসোঁটা, পোড়া ময়লার স্তূপ পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা। প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের ফর্মলা 'থ্রি জিরো' এর একটি হচ্ছে জিরো কার্বন নিমিশন। আমরা শুধু ক্যাম্পাসে না দেশের সবজায়গায় যেন প্লাস্টিকের ব্যবহারে সচেতন হই। এসময় সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে বস্তায় ভরে নির্ধারিত স্থানে ফেলে দিয়ে আসতে দেখা যায়৷ এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে দেশ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বাইরে না। দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের আন্দোলনের সকল সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পুরো ক্যাম্পাসে এই কর্মসূচী চলবে। এছাড়াও জিমনেশিয়ামের দায়িত্বশীলদের বলবো, আমাদের দুটো খেলার মাঠ দ্রুত পরিষ্কার করে দিতে যাতে শিক্ষার্থীরা খেলাধূলায় অংশ নেওয়ার সুযোগ পায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর