সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র-শিক্ষকরা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭

জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনতিবিলম্বে অধ্যক্ষ নির্মল ইন্দু সরকারের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্র-শিক্ষকরা।


বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়েছে।


এর আগে গত ১৩ আগস্ট নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা দিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি জেলা প্রশাসক বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান অধিকাংশ শিক্ষক-কর্মচারী। তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের বারবার আশ্বাস দিলেও এর কোনো প্রতিকার হয়নি বলে জানান শিক্ষকরা। প্রকাশ করা হয়নি তদন্ত প্রতিবেদন। এতে ছাত্র-শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।


মানববন্ধনে ছাত্র-শিক্ষকরা বলেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। অথচ অধ্যক্ষ নির্মল ইন্দু সরকার যোগদানের শুরু থেকেই নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি করে আসছেন। তাঁর আর্থিক কেলেঙ্কারি, প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎ ও দুর্নীতির কারণে শিক্ষকদের বেতন-ভাতা প্রদানেও সমস্যা সৃষ্টি হচ্ছে। সহকর্মীদের নানা অজুহাতে চাকরিচ্যুতির হুমকি দেওয়া ও শিক্ষার মান উন্নয়নে ব্যর্থতার কারণে অধ্যক্ষের অপসারণের দাবিতে রাস্তায় নেমেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণ করা নাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।


মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ আমির হোসেন, আব্দুর সাত্তার শামীম, সনজিদ কুমার চৌধুরী, মল্লিকা সাহা, শিক্ষার্থী আতিয়া আনজুম, রাশেদ হোসেন ও আজিজুর রহমান প্রমুখ। প্রতিষ্ঠানে উপস্থিত সকল ছাত্র শিক্ষক এ মানববন্ধনে অংশ নেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর