সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ট্রাইবুনালের চিঠি

জুলাইয়ের গণহত্যার তদন্তে ইবিতে ৬ সদস্যের কমিটি গঠন

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১৭:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ-সহ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কমিটি গঠন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তে সহায়তায় এই কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ইনচার্জ ড. আমানুর আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার-কে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মোঃ আব্দুস শহীদ মিয়া, অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য তথ্য-উপাত্ত চেয়ে পাঠিয়েছে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। উপর্যুক্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে সংঘটিত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর নিমোক্ত কমিটি গঠন করেছেন।

তাতে আরও বলা হয়, উক্ত কমিটিকে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক প্রতিবেদন প্রস্তুত করে আগামী ৮ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে মাননীয় ভাইস চান্সেলরের নিকট জমা দেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করছি।

এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার বলেন, আমাকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। যে সময়টুকু বেঁধে দেওয়া হয়েছে তন্মধ্যে উপাচার্য বরাবর রিপোর্ট জমা দিয়ে দিব।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর