সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব, জানালেন মমতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৩, ১২:২১

আগের চেয়ে শারীরিক অবস্থা অনেকটা ভালো হয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ওই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন ও বুদ্ধদেবের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেলে বিধানসভা অধিবেশন শেষ করে মমতা পৌঁছে যান উডল্যান্ড হাসপাতালে।

সেখান থেকে বের হয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি (বুদ্ধদেব) আমাকে দেখে হাত নেড়েছেন। তাকে দেখে আমার মনে হলো তিনি আগের চেয়ে স্টেবেল আছেন, ভালো আছেন। জ্ঞান আছে। আমার দেখে মনে হলো তিনি অনেকটা সুস্থ হয়েছেন। লাইফসাপোর্ট থেকে তাকে বের করা হয়েছে। বাইপ্যাপ (কৃত্রিম অক্সিজেন) চলছে।  আমি তো চিকিৎসক নই, এর বেশি কিছু বলতে পারব না।

এরপর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো এক চিকিৎসক বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান।

তিনি বলেন, সকাল থেকেই ভেন্টিলেশন থেকে তাকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেবকে। এরপরই তাকে লাইফসাপোর্টে রাখা হয়। প্রথমে ৭০ শতাংশ ও পরে সেই ভেন্টিলেশন ১শ শতাংশ করে দেওয়া হয়। কিন্তু সোমবার অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন।

শনিবার (২৯ জুলাই)  মমতার যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। যদিও প্রথম থেকেই বুদ্ধবাবু স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন মমতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর