সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ফান্সে আর্ন্তজাতিক জালাবাদ উৎসব ২০২৪ অনুষ্ঠিত

ইকবাল হোসেন, ফ্রান্স

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৯

ফ্রান্সে আন্তর্জাতিক জালাবাদ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসের ম্যাক্সিন ডরমেট হল রুমে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান মুহিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিস পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন প্রবাসে আমাদের সকল কে একত্রিত থাকতে হবে, যাতে আমরা দেশের মানুষের কল্যানে একত্রে কাজ করতে পারি। আমরা দেশের প্রয়োজনে দেশের মানুষের কল্যানে রাজনীতিতেও অংশ গ্রহন করবো। আমাদের মূল লক্ষ্য একটাই। আমরা দেশের মানুষের জন্য কিছু করতে চাই। নতুন প্রযন্ম যাতে প্রযুক্তিতে এগিয়ে থাকে সে ব্যাপারেও আমাদের নজর দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুফিয়া রহমান, মেজর জেনারেল মো: আহসাব উদ্দিন (অব:), এনটিভির সিইও সাবরিনা হোসাইন, সিমার্ট গ্রুপের চেয়ারম্যান ইকবার আহমেদ চৌধুরী, ব্যারিস্টার সাইফ উদ্দিন, প্রধান উপদেষ্ঠা সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদ শাহেদ আহমেদ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যান সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মঈনুল হক হেলাল। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন কারী আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান আগামী বছর এই উৎসব স্পেন এ অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর