সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

লক্ষ্মীপুর বাজারে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৮:৩০

লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজারে অভিযান পরিচালনা করেছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চকবাজারে আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মসলা ও ডিমের আড়ত, কাঁচা বাজার, মাছ বাজার, ব্রয়লার এবং গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময ৫টি প্রতিষ্ঠানকে ৩৯,২০০টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লক্ষ্মীপুর জেলা সভাপতি ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি সভাপতি হোসাইন আহমদ হেলাল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আবদুল্লা হিল হাকীম প্রমুখ।

জানা যায়, লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজারে অভিযান পরিচালনা করে। এতে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী উত্তম কুমার নাথ স্টোরকে ৫০০০ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪(২) ধারা অনুযায়ী আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে ২০০টাকা এবং ওজনে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মো. সোহেল এর গোশতের দোকানকে ৩০,০০০টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নির্ধারিত মূল্য অপেক্ষায় বেশি দামে মসলা বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রাজ্জাক স্টোরকে ৩০০০টাকা এবং আল আমিন ভাণ্ডারকে ১০০০টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৫ টি প্রতিষ্ঠানকে ৩৯,২০০টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। এ বিশেষ টিম নিয়ে আমরা বাজার মনিটরিংয়ে বের হয়েছি। প্রাথমিক ভাবে অনেক প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি। এছাড়া ৫টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। আমাদের অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর