সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

কবিতা

ধনী-গরিব

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৯

ধনীঃ কী রে! আছিস কেমন?
গরিবঃ স্যার,যাচ্ছে কেটে যেমন-তেমন।
ধনীঃ আচ্ছা, আজ রোজগার হলো কত?
গরিবঃ এ-ই, বেশি না,দিন চালানোর মতো।
ধনীঃ লোক ক'জন তোর বাড়িতে?

গরিবঃ স্যার,গোটা পাঁচেক হবে,
গিন্নি,আমি,ছেলে, ছেলে-বউ আর নাতনি হয়েছে সবে।

ধনীঃ আচ্ছা,,,আচ্ছা!তা বেশ ভালোই আছিস, তাই না?

গরিবঃ দু' বেলা দু' মুঠো ডাল-ভাত,আর কিছুই আমি চাই না।

ধনীঃরাতে ঘুম কেমন হয় সবার?

গরিবঃকী যে বলেন স্যার,
ঘুমালে একবার, একঘুমে রাত কাবার।

ধনীঃ তা বেশ! তা বেশ!
এবার বলতো সত্যি করে, ইচ্ছে হয়
ধনী হবার?
অট্টালিকা, এসি রুম,আর
মার্সিটিস চড়বার?

গরিবঃ স্যার, গরীব আমি, ছোট জাত,
স্বপ্নে দেখাও অপরাধ।
আপনি ধনী,টাকার খনি,
যা মনে চায় করেন জানি।
অতি অল্পে সন্তুষ্ট আমি
উপরওয়ালায় অন্তর্যামি।
বিশ্বাস রাখি তাঁরই পরে,
সৎ পথে যেন রাখেন মোরে,
নুন-ভাত খাই,শান্তিতে ঘুমাই,
সুখের কোন সীমা নাই।

ধনীঃ জানিস রে ভাই!
ধনীর মন শান্তি খোঁজে,
টাকার পাহাড়ের চূড়ায় বসে।

গরিবঃযেমন আছি, ভালোই আছি,
আর কিছু না যাচি।

ধনীঃঠিক বলেছিস তুই,
আমার কাঁধে টাকার বোঝা
ভারে নুইয়ে রই।
হরহামেশাই আরাম খুঁজি,
প্রান্ত থেকে প্রান্তে ছুটি,
তবুও শান্তি মেলে না'ক
অস্বস্তিতে দিন কাটে।
তোরে দেখে স্বস্তি পেলাম,
আসল সুখের মানে বুঝলাম।
ধনী-গরিব বৃথাই কেবল
মানুষ পরিচয়ই আসল।

গরিবঃবেঁচে থাকার জন্য শুধু,
লাগে মনের শান্তিটুকু।

ধনীঃ ধনী-গরিব এক হয়ে ভাই সমাজটারে গড়ি,
মানুষ হয়ে মানুষের সাথে
বিভেদ নাই বা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর