সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

আত্মপ্রকাশের কিছু নাই বরং আমাদের কার্যক্রম সবসময় ছিল- শিবির শাখা সভাপতি

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৮

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেছেন, আত্মপ্রকাশ শব্দটার সাথে আমি একমত নই। আসলে আমরা কখনও আত্মগোপনে ছিলাম না। সবসময় প্রকাশ্যে ছিলাম। আমাদের কমিটি জানুয়ারি থেকে শুরু হয়ে এখনও বহাল রয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির পল্টন ট্র্যাজেডি দিবসকে কেন্দ্র করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির’ নামক পেইজ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ্যে এলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসময় যোগাযোগ করা হলে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

সভাপতি আবু মুসা জানান, আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ২৮ অক্টোবর ট্রাজেডি দিবস প্রোগ্রামের প্রেস রিলিজকে কেন্দ্র করে আসলে অনেকে আত্মপ্রকাশ শব্দটা ব্যবহার করতেছে। এই আত্মপ্রকাশ শব্দটার সাথে আমি একমত নই। আসলে আমরা কখনও আত্মগোপনে ছিলাম না। সবসময় প্রকাশ্যে ছিলাম। আমাদের কমিটি জানুয়ারি থেকে শুরু হয়ে এখনও বহাল রয়েছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রাম প্রকাশ্যে করেছি। এখানে আত্মপ্রকাশের কিছু নাই। এদিকে বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক ভাইয়েরা কল দিয়ে আত্মপ্রকাশের বিষয়টা জানতে চাচ্ছিল। তাদেরকেও বলে দিয়েছি যে আমরা সবসময় প্রকাশ্যেই ছিলাম।

তিনি আরও জানান, ২০১৭ সালের আগস্টে আমরা হল ছেড়েছিলাম কিন্তু আমাদের কার্যক্রম কখনো থেমে যায়নি। মাঝখানে কিছু সময় আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে হল ছাড়তে হয়েছিল। পরবর্তীতে ছাত্রদের গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীবান্ধব সুন্দর পরিবেশ ফিরিয়ে পেয়েছি। ছাত্র আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে আজ সকল মতাদর্শের লোক স্বাধীনভাবে কথা বলতে পারছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে আমাদের কেন্দ্র থেকে পরিকল্পনা করছেন। শিক্ষার্থীবান্ধব দাবিদাওয়া নিয়ে বিবৃতি দেওয়া হবে। আমরাও তাদের সাথে সামঞ্জস্য রেখে কার্যক্রম শুরু করবো এবং কার্যক্রম সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবো।

উল্লেখ্য, ইবি শাখা সভাপতি আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। অন্যদিকে একই সাথে প্রকাশ্যে আসা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর