সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

বাকৃবিতে সাহায্য সংস্থা বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৪:১১

"রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে বাঁধনের বাকৃবি জোনাল পরিষদের উদ্যোগে একটি আনন্দ র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ও কে.আর মার্কেট প্রদক্ষিণ করে জোনাল পরিষদে এসে শেষ হয়। র‍্যালী শেষে বাঁধনের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

এসময় বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী, বাকৃবি জোনের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতৃবৃন্দ, সম্মানিত রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করব সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেক দূর এগিয়ে যাবে।”

বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম বলেন, “গত ২৪ শে অক্টোবর বাঁধন কেন্দ্রীয় পরিষদের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ করে। তারই ধারাবাহিকতায় বাঁধন বাকৃবি জোন আজ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে৷ ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টর, বাঁধনকর্মী, উপদেষ্টা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে র‍্যালী এবং পরবর্তীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর