সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

পলিথিন মুক্ত পরিবেশ গড়ার প্রত্যয়

পর্যাপ্ত ডাস্টবিনের দাবি ইবি শিক্ষার্থীদের

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৪, ১৭:৩০

‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানকে সামনে রেখে পথচলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ ক্যাম্পাসে পলিথিন মুক্তকরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন। তবে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিন বসানোর দাবি ইবি শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা, ঝাল চত্বর, ডায়না চত্বর, জিয়ামোড়, বঙ্গবন্ধু পুকুর পাড়, প্রশাসন ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন এবং আবর্জনা সংগ্রহ করে একত্র করে তা ধ্বংস করেন।

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পরিবেশকে সুন্দর রাখতে হলে অবশ্যই পলিথিন মুক্ত রাখতে হবে। সেই লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা ক্যাম্পাসে পরে থাকা পলিথিনকে একত্র করে তা ধ্বংস করছি এবং সকলের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, পলিথিনের ব্যবহার যতটা কমিয়ে আনা যায়। সেটা ইতোমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পদক্ষেপ নিয়েছে।

জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি যেটা ইকো সিস্টেমের যুগ। আমরা পলিথিন ইউজের সময় যদি একটু বুদ্ধি করে ইউজ করি, তাহলে সুন্দর একটা পরিবেশ গড়তে পারবো। তাই একটা পলিকে কতবার ইউজ করা যায় সর্বোচ্চ সেদিকে নজর দেয়া উচিত। যতটুকু আছে পলিথিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে কিভাবে পলিথিনকে মাটিতে মিশিয়ে দেয়া যায়।

গ্রীন ভয়েজ এর সভাপতি উজ্জ্বল বলেন, আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়ে থাকা পলিথিন বা যেসব দ্রব্য পচনশীল নয় সেগুলো কুড়িয়ে সংগ্রহ করা। সেজন্য আমরা তিনটি টিমে ভাগ হয়ে ক্যাম্পাসের ভিসি বাংলো থেকে শুরু করে বঙ্গবন্ধু পুকুর পাড় পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি। ৪০ বস্তার মতো পলিথিন এবং ময়লা আবর্জনা সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, আমরা পরিচ্ছন্ন কর্মসূচি পালন করতে গিয়ে দেখেছি ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নেই। আমাদের প্রশাসনের কাছে আহ্বান থাকবে তারা যেন বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সামাজিক সংগঠন গ্রীন ভয়েজ যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন ক্যাম্পাসের স্বপ্ন দেখছি তারা এধরণের কাজের মাধ্যমে এগিয়ে এসে আমাদের সুন্দর ক্যাম্পাস গড়তে সহায়তা করবে বলে আশাবাদী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর