সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

মাঠে গড়ালো শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ বনাম কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ালো শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজওয়ানা আফরিন রুম্মার সঞ্চালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনসহ আরো শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমি শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি। আশাকরি খেলার মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। টুর্নামেন্ট সফল ভাবে শেষ হোক এই প্রত্যাশা।'

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'শহিদ আব্দুল কাইয়ুম নামে এই আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য এবং শৃঙ্খলার সাথে খেলাধুলা করবে। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। খেলায় হার-জিত থাকবে এটা নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।'

অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'এই টুর্নামেন্ট সুন্দর ভাবে আয়োজন করায় শারীরিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। সকল বিভাগ ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। গতবার নক আউট সিস্টেমে খেলা হলেও এবার গ্রুপ পর্ব সিস্টেমে খেলা দিয়েছি যেনো কারো কোন আফসোস থাকবে না। ম্যাচগুলো সুন্দরভাবে শেষ হলে একটা উপভোগ্য টুর্নামেন্ট পাব আমরা।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর