সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

নাগরিক দুর্ভোগ চরমে

নবীগঞ্জ শহরে যানজটের তীব্রতা

জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ)

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৯

নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করছে। শহরের হাসপাতাল সড়ক, শেরপুর রোড, ওসমানী রোড এবং থানা পয়েন্টের মতো ব্যস্ত এলাকাগুলোতে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী, এবং জরুরি সেবাগ্রহীতাদের জন্য এই যানজট চরম ভোগান্তি ডেকে এনেছে।

যত্রতত্র সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ড এবং অবৈধ পার্কিং যানজটের মূল কারণ। প্রধান সড়কে ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড করা ও ট্রাফিক পুলিশের নজরদারির অভাবে এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ট্রাক-লড়ি প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাফিক পুলিশের সামনেই দানবরূপী অবৈধ ট্রাক্টর চলাচল করে। এসব ট্রাক্টর শুধু যানজটই বাড়াচ্ছে না, সড়কের ক্ষতিও করছে।

নাগরিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ মাঝে মাঝে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেয়, কিন্তু অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, “অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে যানজট বাড়ছে।” নাঈম নামে এক পথচারী বলেন, “৫-১০ মিনিটের পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা সময় লাগে।” কলেজছাত্রী মুক্তা জানান, “যানজটের কারণে হাঁটাও কঠিন হয়ে পড়েছে।”

এম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন এই সমস্যায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। চালক তালেব আলী বলেন, “যানজটের কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এবং ব্যাটারির চার্জও দ্রুত শেষ হয়।”

যানজট নিরসনে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকর প্রভাব ফেলছে না। নাগরিকরা কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার সমাধান চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর