সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

এবার আইপিএলে কেন উপেক্ষিত সাকিব-মোস্তাফিজরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৩:২৩

দুদিনব্যাপী আইপিএলের মেগা নিলামে খরচ হয়েছে ৬৩৯.১৫ কোটি রুপি। দল পেয়েছেন ১৮২ জন ক্রিকেটার, কিন্তু এর মধ্যে কেউই বাংলাদেশি নন।

যদিও নিলামে নাম ছিল ১২ জনের। তবে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ছাড়া কারও নাম তোলেননি সঞ্চালক।
তাই বাংলাদেশি ক্রিকেটারদের উপেক্ষিত হওয়ার বিষয়টি অনেককেই হয়তো বিস্মিত করেছে। বিশেষ করে মোস্তাফিজের না থাকা। আইপিএলে গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে সময়টা ভালোই কেটেছে বাঁহাতি এই পেসারের। ৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪টি। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে খেলতে পারেননি পুরো আসর।

মূলত সেটাই আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার না থাকার অন্যতম কারণ। নতুন চক্রকে (২০২৫-২০২৭) সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। কিন্তু সাকিব বাদে আর কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই তিন আসরের পুরোটা সময় খেলার নিশ্চয়তা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিতে পারেনি বিসিবি। তাই দুই কোটি রুপি ভিত্তিমূল্য রাখা মোস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই।

আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেও সাকিব দল না পাওয়ার কারণ তার পড়তি ফর্ম ও বয়স। যদিও গত আসরেও দল পাননি সাকিব। এর আগের আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলেননি।

২০১১ থেকে ২০১৭ পর্যন্ত টানা ৬ বছর কলকাতায় খেলে দুটি শিরোপা জিতেছেন সাকিব। পরের দুই বছর হায়দরাবাদে খেলার পর ২০২১ সালে আবার ফেরেন কলকাতার ডেরায়। সবমিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচ খেলে ৬৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৭৯৩ রান করেন তিনি।

মোস্তাফিজ সেই তুলনায় অবশ্য বেশ আলোচিত ছিলেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম আসরে খেলতে নেমেই জেতেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে অনবদ্য ভূমিকা রাখেন দলকে চ্যাম্পিয়ন করাতে। পরে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে মোস্তাফিজ নাম লেখান চেন্নাইয়ে। শেষ মৌসুমেই কেবল ছন্দে ছিলেন তিনি। সবমিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.১৮ রান খরচ করে ৬১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

সম্প্রতি ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিষ্প্রভই ছিলেন মোস্তাফিজ। ৩ ম্যাচে ওভারপ্রতি ১১.২৭ রান দিয়ে শিকার করেন কেবল ৪ উইকেট। তার প্রতি অনাগ্রহ দেখানোর সেটাও একটি কারণ হতে পারে।

মোস্তাফিজের বেলায় এমনটা ঘটার পর রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও মাহেদী হাসানরা যে অবিক্রিত থাকবেন তা অনুমিত ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর