সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

কবিতা

আক্ষেপ

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৫

তুমি ঠিক আগের মতো নেই,
জানালায় দাঁড়িয়ে আজ আকাশ দেখো না।
বিকেলের রোদে ছাঁদে হাঁটতে দেখি না তোমায়,
বেলকনিতেও রাখো না পা কতদিন।


সকালের সিগ্ধ আলো আর তোমাকে স্পর্শ করে না,
কিংবা ক্লান্ত দুপুরে আর আমাকে খোঁজো না তোমার মুঠোফোনে।


রাতেও কেমন জানি নিজেকে নিয়ে ব্যস্ত,হুম,ব্যস্তই বটে!
কথা হলেও বড়জোর দু-চার মিনিট,তাও নিতান্তই দায় বদ্ধতা গোছের।
এখনও মাঝে মাঝে দেখা হয় দুজনের,

তবে প্রাণহীন নিরবতা আর অবহেলায় ছেয়ে থাকা সে মুহূর্ত ।
আজকাল ফোনের রিংটোনগুলোও তোমাকে জাগিয়ে তুলতে ব্যর্থ হয়,
কি জানি, নাকি ইচ্ছে করেই,,,,,!


আমার উদ্বিগ্নতা আমাকে প্রশ্ন করে, আমার সাথেই কেবল এমন?
নয়তো তোমার ব্যস্ততায় ঠিকই তুমি উচ্ছ্বল,
উচ্ছ্বাসে দায়িত্বশীল।
সেদিন অন্তর্জালে তোমার পাঠানো ছবিটা চোখে পড়ল।
হাসতে দেখে এতোটা ভালো লাগছিল, জানো!
হঠাৎ টেক্সট করে বসলাম।


তুমি রিপ্লাই দিলে না,আমি আশা করেছিলাম হয়তো।
আজকাল অবশ্য আশাহত হবার দিন শুরু।
সময়ের ব্যবধানে দূরত্ব বাড়ে, অনুভূতি ক্ষীণ হয়ে যায়, জানি।

 

কী অপরাধ বলো তো আমার?
তোমকে অসম্ভব ভালোবাসা,নাকি তোমাকে নিয়ে আমার অস্থিরতা?
আজ যে টেক্সট তোমার কাছে গুরুত্বহীন,যে কল তুমি এড়িয়ে চলছ,

যে মানুষটাকে তুমি দূরে সরিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছো,
একদিন এই মানুষটাকে পেতে,তার সঙ্গ নিতে,

 

তোমার শূণ্যতায় তাকে খুঁজে নিতে অধীর উদ্বিগ্ন, উন্মুখ ছিলে।
আাজ যাকে তুমি ব্যস্ততা দেখাচ্ছ,
আজও সেই মানুষটা তার শত ব্যস্ততা উপেক্ষা করে তোমার ধ্যানে মগ্ন।
হয়তো অবসান তার প্রয়োজন, নয়তো জীবনে নতুনের আগমন।
তোমার জন্য আশীর্বাদ, কখনও এমন প্রশ্নবিদ্ধ না হও কোনক্ষণে।
হারিয়ে গেলেও তোমার স্মৃতি
চিরদিন রবে মনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর