সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ডিসি বনানী বিশ্বাস

প্রতিবন্ধীকে অনুগ্রহ নয়, দিতে হবে মানুষ হিসাবে যথাযোগ্য সম্মান

মেহেদী হাসান আকন্দন,নেত্রকোনা

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রতিবন্ধীকে অনূগ্রহ নয়, মানুষ হিসাবে যথাযোগ্য সম্মান প্রদর্শনের আহবান জানান, নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” পতিপাদ্যকে সামনে রেখে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে শহর সমাসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মাহফুজুর হমান জয়, রাজুরবাজার কলেজিয়েট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া হেলিম, এনজিও প্রতিনিধি এস. এম মজিবুর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী। প্রতিবন্ধী দিবসটি নিয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ গোলাম সরোয়ার।

প্রধান অতিথি বনানী বিশ্বাস তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী মানুষকে কেবল প্রতিবন্ধী মানুষ হিসাবে অনূগ্রহ নয়, তাদেরকে দিতে হবে মানুষ হিসাবে যথাযোগ্য সম্মান। প্রতিবন্ধীদের যদি মানুষ হিসাবে যথাযোগ্য সম্মান ও সমঅধিকার নিশ্চিত করা যায় তাহলে তারা দেশ ও জাতির জন্য বয়ে আনতে পারে অকল্পনীয় সম্ভাবনাময় অর্জন। তাদের অনেকের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রতিভা। সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিচর্যার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটানো সম্ভব। বাংলাদেশ সংবিধানেও প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগের সমতা নিশ্চিত করা হয়েছে। প্রতিবন্ধী জনগণের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশি-বিদেশি সংস্থাগুলোকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর