সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা টাইগার অধিনায়কের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দিয়ে শুরু হওয়া সফরটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। প্রথম টেস্টে হারের পর অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

আর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয় বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে লিটন দাসের দল টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬টায়।

সংক্ষিপ্ত ফর্মেটের মারদাঙ্গা এই ম্যাচে বরাবরই আধিপত্য দেখিয়েছে ক্যারিবীয়রা। তার পরও অধিনায়কের মুখে টি-টোয়েন্টি সিরিজ জেতার প্রত্যয় ছিল দৃঢ়।

ম্যাচের আগেরদিন বিসিবির প্রকাশিত ভিডিওতে অবশ্য কঠিন বাস্তবতাও স্বীকার করলেন তিনি। অধিনায়ক বলেন ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’

নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে আগের দুই ফরম্যাটের নেতৃত্বে মেহেদি মিরাজ ছিলেন। আগামীকাল টি-টোয়েন্টির নেতৃত্ব দেবেন লিটন। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। সিরিজে নেই মুস্তাফিজ-শরিফুলরা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ফিরেছেন শামীম পাটোয়ারী ও আফিফ হোসেনরা।

এই মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে রানখরায় ছিল টাইগাররা। তবে টাইগার অধিনায়ক লিটন মনে করছেন এবারের উইকেট ভিন্ন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’

ম্যাচের আগেরদিন সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ক্রিকেটাররা নামতে পারেন নি মাঠে। ফলে অনুশীলন না করেই মেহেদি-লিটনদের টিম হোটেলে ফিরতে হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর