সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শাহীন-সামি, পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি একুশে টিভির ইবি প্রতিনিধি শাহীন আলম ও সাধারণ সম্পাদক দৈনিক শেয়ার বিজের ইবি প্রতিনিধি সামি আল সাদ আওন এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। এর আগে ৭ ডিসেম্বর সদস্যদের ভোটে নির্বাচিত হন তারা। পরে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার ইবি প্রতিনিধি ফারহানা নওশিন তিতলী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিনের ইবি প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদ পত্রিকার মংক্যচিং মারমা, দপ্তর সম্পাদক দৈনিক বাংলার মোস্তাক মোর্শেদ ইমন, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ কন্ঠ'র সাকিব আসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের কণ্ঠস্বরের যায়িদ বিন ফিরোজ, নারী বিষয়ক সম্পাদক চ্যানেল আই এর সাদিয়া আফরিন অমিন্তা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরার, দৈনিক আজকালের খবরের রবিউল আলম, দৈনিক বাংলাদেশের আলো'র ফারহানা ইয়াসমিন, দৈনিক তৃতীয় মাত্রার ওয়াসিফুর রহমান এবং বার্তা২৪ এর নূর ই আলম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন বলেন, আমাকে এই পদে যোগ্য মনে করায় রিপোর্টার্স ইউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলম সৈনিক হিসেবে সংগঠনের সবাইকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করবো। সংগঠনের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে পারি সর্বোচ্চটুকু দিয়ে সেই চেষ্টা চালিয়ে যাবো।

নবনির্বাচিত সভাপতি শাহীন আলম বলেন, সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নতুন পথচলার সূচনা হয়েছে। আমরা চেষ্টা করবো যেন সবার মাঝে প্রতিযোগিতা থাকলেও কখনো প্রতিদ্বন্দ্বীতা না থাকে। ভ্রাতৃত্ব বজায় রেখে সবার সাথে মিলেমিশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর