সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ !

শাহজাদপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি :

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫, ১৫:৫২

সিরাজগঞ্জের শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।

এলাকার মৃত আমজাদ হোসেনের স্ত্রী শিল্পী বেগম জানান, শেলাচাপড়ি গ্রামে এ্যাড হাবিব গ্রুপ ও লোকমান হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। গত ৬ ডিসেম্বর রাতে হাবিবের লোকজন লোকমানের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে লোকমান গ্রুপের মনি মোল্লা (৬০) সহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মনি মোল্লার মৃতু হয়। এরপর হাবিব গ্রুপের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

ঘটনার একমাস পর হাবিব গ্রুপের মুকুল শেখ ঢাকায় বালুটানা শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুকুল শেখের মৃতু হয়। এই মৃতুকে হত্যা মামলা হিসেবে চালিয়ে লোকমান হাজীর লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রকৃত পক্ষে মুকুল শেখ স্ট্রোক করে মৃতু হয়েছে। যা তার স্ত্রী গ্রামের বহুজনের নিকট স্বীকারোক্তি দিয়েছে। অসৎ উদ্দেশ্যে মনি হত্যা মামলা থেকে বাঁচতে হাবিব গ্রুপের লোকজন স্ট্রোক করা মৃতুকে হত্যা মামলা হিসেবে চালাতে চাচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (০৭ জানুয়ারী) দুপুরে শহরের মনিরামপুর বাজারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত আমজাদ হোসেনের স্ত্রী শিল্পী বেগম। বিষয়টি তদন্ত পূর্বক সঠিক ঘটনা উদঘাটন করতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেলাচাপড়ি গ্রামের নাদিরা খাতুন, সেলিনা খাতুন, আশা খাতুন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর