সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

অনাড়ম্বর আয়োজনে দৈনিক সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫, ১২:২৪

দৈনিক সময় এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২০২২ সালের এই দিনে পত্রিকাটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দৈনিক সময় অফিসে কেক কাটা হয়।

দৈনিক সময়ের প্রকাশক জেহাদ হোসেন চৌধুরীকে সাথে নিয়ে কেক কাটেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনূল হাসান সোহেল।

এ সময় ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আপন দেশ ডটকমের প্রধান সম্পাদক আফজাল বারী, গ্লোবাল কানেকশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাওহীদ বিশ্বাস (রাজীব), প্রতিষ্ঠানটির এইচআর ম্যানেজার মো. সাইফুল ইসলাম, সিআরও তানজিলা আক্তার, দৈনিক সময় পত্রিকার কর্মকর্তা-কর্মচারিরা।

শুভদিনে কেক কাটার আগে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দৈনিক সময় প্রতিষ্ঠাকাল থেকেই আপোষহীনভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। পত্রিকাটির আগামী দিনেও এই সফলতা ধরে রাখতে সচেষ্ট হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির প্রকাশক-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন বলেন, “দৈনিক সময় ইতোমধ্যে বেশ কিছু সত্য সংবাদ প্রকাশ করেছে, যে সংবাদের ওপর ভিত্তি করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে আগামীদিনেও সঠিক সংবাদ প্রকাশ করবে বলে আমি আশা করি। আমি পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করি।”

আপন দেশ ডটকমের প্রধান সম্পাদক আফজাল বারী বলেন, “গণমাধ্যমে নানা ধরনের প্রতিকূলতা বিরাজমান। বিশেষ করে আর্থিকভাবে অনেকটাই বৈরি পরিস্থিতে গণমাধ্যমের মালিকরা। এরমধ্যেও সকল প্রতিকূলতা পেরিয়ে দৈনিক সময় অনেক সংখ্যক সাংবাদিক- কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত বেতনভাতা প্রদান করছে। এরজন্য দৈনিক সময়ের মালিক কর্তৃপক্ষ অবশ্যই সাধুবাদ পাবার দাবি রাখে। আমি পত্রিকাটির শুভকামনা করছি।”

দৈনিক সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ দেশে-বিদেশে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের শীর্ষকর্তারা শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

সময়ের সকল পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানিয়ে আগামীর পথ চলায় সকলের দোয়া কামনা করেন প্রকাশক জেহাদ হোসেন চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর