সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

কুবি শিক্ষক সমিতির ‘তাহের-মেহেদী’ কমিটির কার্যক্রমের পরিসমাপ্তি

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫, ১৭:০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী (তাহের-মেহেদী) কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই কমিটি আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না।

গত ৩১ ডিসেম্বর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী গত ৩০ ডিসেম্বর এক সাধারণ সভা আহ্বান করা হয়। তবে সাধারণ সভায় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট অতিবাহিত হলেও কোরাম পূর্ণ হয়নি। কোরাম পূর্ণ না হওয়ায় পরবর্তী নির্বাচন বা শিক্ষক সমিতির পরবর্তী কার্যক্রম নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া আরও জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী পরিষদের মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে। ফলে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে। মেয়াদ পূর্ণ হওয়ায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না।

উল্লেখ্য, গত বছরের ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে জয়ী হয়েছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান। এরপর থেকেই শিক্ষক সমিতি ও তৎকালীন উপাচার্যের দ্বন্দ্বে বছরের বেশিরভাগ সময় বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর