সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

বগুড়া জার্নালিস্ট ফোরামের,ঢাকা  

সচল হোক বগুড়া বিমানবন্দরের রানওয়ে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৫, ২১:১৮

উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী খ্যাত বগুড়ার অচল বিমানবন্দর দ্রুত সচলের দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়ার জার্নালিস্ট ফোরাম (বিজেএফ)।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে ‘হ্যাঁলের পুষণা’ শীর্ষক আনন্দ আয়োজনে তারা এই দাবি জানান। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বগুড়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বগুড়ার সুধীজনরাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১৬ বছরে বগুড়া জেলার উন্নয়ন নানাভাবে পিছিয়েছে। এমনকি আর্ন্তজাতিক মানের একটি স্টেডিয়ামে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়ার বিমানবন্দরটি চালু করা হয়নি শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য। রাস্তা-ঘাটের উন্নয়নের কাজও চলছে ধীর গতিতে।

 

বিজেএফের সভাপতি এহসান পারভেজ তুহিন বলেন, ১৬ বছরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নের ঐক্যবদ্ধভাব কাজ করবে বিজেএফ। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি। 

 

সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব রহমান বলেন, সামনের সময়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি সদস্যদের চিকিৎসা বীমা করার পরিকল্পনাও চলছে।

 

উপদেষ্টা উত্তম চক্রবর্তী বলেন, বগুড়ার অনেক সাংবাদিক দক্ষতার সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। প্রসাশনসহ বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানকে এক সঙ্গে বগুড়ার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

 

সহ সভাপতি সুমন প্রামাণিক বলেন, সংগঠনটি অনেক দূর এগিয়েছে। সংবাদ প্রকাশের মাধ্যমে বগুড়াকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

ইনকিলাবের সিনিয়র সাংবাদিক সানাউল্লাহ মজুমদার বলেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে চিন্তা করা উচিত, কীভাবে নিজ জেলাকে ব্র্যান্ডিং করা যায়।

 

‘হ্যাঁলের পুষণা’ অনুষ্ঠানের আহবায়ক ফজলুল হক শাওন বলেন, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিজ জেলার উন্নয়নের জন্য।

 

সবাই মিলে বিমানবন্দর, স্টেডিয়ামে খেলা না হওয়া নিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর।

 

বগুড়ার দই, আলুঘাঁটি, কটকটি এবং ঐহিত্যগুলো কীভাবে দেশের মানুষের কাছে জনপ্রিয় করা যায় সে বিষয়ে সাংবাদিকদের আরও কাজ করার পরামর্শ দেন বিশিষ্টজনেরা।

 

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো বগুড়া থেকে আগত শিল্পগোষ্ঠী বগুড়া থিয়েটারের দল ‘অন্যরকম’  এর নাটক, বগুড়ার আঞ্চলিক গানে এবং লোক, বাউল ও লালন সংগীত পরিবেশনা। দুপুরের ব্যাঞ্জন ছিল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাঁটি।

 

‘হ্যাঁলের পুষণা’ উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এহসান পারভেজ তুহিন।  

 

অনুষ্ঠানে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নজরুল ইসলাম সুলতান, সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী, গোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, ইউএনডিপির সিনিয়র অ্যাডডভাইজার মঞ্জুরুল ইসলাম, বগুড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আহসান হাবীব রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর