সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ইবিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৪২

বাসের সিট ধরাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যকার দফায় দফায় সংঘটিত সংঘর্ষের কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। কমিটিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গঠন করে দিয়েছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের। সদস্য সচিব হিসেবে রয়েছে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার সাহেদ হাসান। এছাড়াও সদস্য ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ মো. আব্দুর রউফ রয়েছেন।

অফিস আদেশে বলা হয়, গত ১ এবং ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আইন বিভাগ ও আল-ফিত্র এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত শৃংখলা পরিপন্থি ঘটনার কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিম্নরূপ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বশীল যিনি তার উপর যখন হামলা হয় স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবৃদ্ধ হয়। আজকে থেকে তদন্তের কার্যক্রম শুরু হচ্ছে। যে কেউ দোষী হলে অবশ্যই তদন্তে ওঠে আসবে এবং সেই অনুযায়ী শাস্তি হবে।

কমিটির আহ্বায়ক ড. আবদুল কাদের বলেন, আমি চিঠি পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আজকে সকলে মিলে একটা মিটিং-এ বসার চেষ্টা করব। পরবর্তী পদক্ষেপ সবার আলোচনা সাপেক্ষে নেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর