সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

তুলোধুনো করার পর নতুন রেস্তোরাঁয় দীপিকাকে আমন্ত্রণ কঙ্গনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৪৭

কঙ্গনা রানাউতকে বলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে সবাই জানে। সেই সঙ্গে পরিচিত ‘কুইন কঙ্গনা' হিসেবে। কিন্তু সামান্য কিছুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেন কঙ্গনা। তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। আর ইদানিং মাঝেমধ্যে দেখা যায়, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানান বিষয়ে কটাক্ষ করেন অভিনেত্রী। আর দীপিকা কোনো প্রতিক্রিয়া না দিলেও কঙ্গনার দিক থেকে ধেয়ে আসে নানা তির্যক মন্তব্য।

তবে এবার সব কিছু ভুলে নতুন রেস্তোরাঁ উদ্বোধনের আগেই সেই দীপিকা পাড়ুকোনকে আমন্ত্রণ জানালেন কঙ্গনা রানাউত। নিজের রেস্তোরাঁয় দীপিকাকেই চান কঙ্গনা প্রথম অতিথি হিসেবে। আজ বৃহস্পতিবারই নিজের নতুন সফরের ঘোষণা করেছেন অভিনেত্রী।

রেস্তোরাঁ খুলবেন— এটা অনেক দিনের স্বপ্ন ছিল কঙ্গনার। সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। হিমাচল প্রদেশে পাহাড়ের বুকে খুলেছেন নিজের প্রথম রেস্তোরাঁ। এর আগে এক পুরোনো ভিডিওতে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই গোলটেবিল সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও নিমরত কৌর।

সাক্ষাৎকারে কঙ্গনার রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শুনেই দীপিকা জানিয়েছিলেন— সেই রেস্তোরাঁর প্রথম অতিথি তিনিই হবেন। সব তর্কবিতর্ক ভুলে গিয়ে সেই কথাই আবার দীপিকাকে মনে করিয়ে দিলেন কঙ্গনা রানাউত।

সেই পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন— আমি একটা রেস্তোরাঁ খুলতে চাই। সারা বিশ্বের নানা রকমের খাবার থাকবে সেই রেস্তোরাঁয়। আমি সারা বিশ্বের খাবার খেয়েছি। নানা ধরনের খাবারের প্রণালি আমার কাছে রয়েছে। কোনো একদিন আমার নিজের একটা খুব সুন্দর ক্যাফে দেখতে হবে। খাবারের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ রয়েছে। এই শুনেই দীপিকা বলে উঠেছিলেন—আমি তোমার রেস্তোরাঁয় প্রথম অতিথি হব।

সেই পুরোনো ভিডিও কঙ্গনার এক অনুরাগী সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। সেই ভিডিও দেখেই কঙ্গনা মনে করিয়ে দেন দীপিকাকে। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে নিয়ে সেখানে দীপিকাকে ট্যাগ করেন অভিনেত্রী। তবে দীপিকার তরফ থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া।

আজ বৃহস্পতিবার কঙ্গনা তার রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। বরফাবৃত সেই ক্যাফের ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে এই রেস্তোরাঁ চালু হচ্ছে। আর সেদিনের প্রধান অতিথি হিসাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতির অপেক্ষায় কঙ্গনা রানাউতের ভক্ত-অনুরাগীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর