সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

নির্বাচন নিয়ে ডিসিদের বার্তা দিতে মঙ্গলবার সম্মেলনে যাবে ইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:০৮

যে কোনো মূল্যে উত্তম নির্বাচন আয়োজনে ডিসিদের বার্তা দিতে আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনে ২০২৫-এ যোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মঙ্গলবার সন্ধ্যার সেশনে অংশ নেবে ইসি। মাঠ পর্যায়ের প্রশাসনের হাতেই থাকে নির্বাচনের দায়িত্ব। একটি উত্তম নির্বাচন করতে চাই। যে কোনো মূল্যে যেন এটা করা হয়, সেই বার্তা ডিসিদের দেওয়া হবে।
 
নির্বাচন কমিশনার বলেন, পুরো নির্বাচন কমিশন যাবে এবারের ডিসি সম্মেলনে। সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকায় মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। 

আনোয়ারুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করে কমিশন। পাইলট প্রজেক্ট হিসেবে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
 
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো প্রভাব থাকবে না, সেহেতু ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে; সেই প্রত্যাশা আমরা করি। কমিশন বিশ্বাস করে, কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না।
 
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ ও আইন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী হবে। সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে, তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছি আমরা।

এছাড়া, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনও আসেনি। সময়ই বলে দেবে আমরা কী করব। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর