সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ইবি পরিবহন প্রশাসক অধ্যাপক এয়াকুব আলীর পদত্যাগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৫ মার্চ ২০২৫, ১৪:০২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আজ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ পদত্যাগপত্র দেন তিনি। এর আগে তিনি একই সাথে উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসকের দায়িত্বে ছিলেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করে জানান, ‘আনুমানিক চার মাস আগেই আমি পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। কি অদৃশ্য কারণে আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়নি আমার জানা নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই পদে দায়িত্ব পালনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবেই অনেকবার বলেছিলাম- আমি এই দায়িত্বটি পালন করতে আগ্রহী নই। ফলে এই দায়িত্ব আমার কাছে থাকায় ইতোমধ্যে আমার ইমেজ সংকট তীব্রতর হয়। অতএব এই দায়িত্ব থেকে অতিদ্রুত আমাকে অব্যাহতিদানে বাধিত করতে আপনার সদাশয় মর্জি কামনা করছি।’

গত ২৯ সেপ্টেম্বর পরিবহন প্রশাসক পদে দায়িত্ব পান ড. এম এয়াকুব আলী। পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্বরত অবস্থায় গত ২ ডিসেম্বর উপ-উপাচার্য হিসেবেও নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে বাস দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসের সিট নিয়ে সংঘর্ষ ইত্যাদি সৃষ্টি হয়। এর ফলে পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগের দাবি তোলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের একাংশ।

পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি ফেসবুক স্টাটাসে বলেন, “পরিবহন প্রশাসক পদ থেকে আমি চারমাস পূর্বেই অব্যাহতি চেয়েছিলাম। মাননীয় ভিসি স্যার কার্যকরী করেননি।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর