সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ১০:৫৮

নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তার নামের আগে এখন নতুন বিশেষণ যুক্ত হয়েছে। তিনি এখন চিত্রনায়িকা। গত বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।

বলা যায়, গত বছর থেকেই সুসময় কাটছে এ অভিনেত্রীর জীবনে। সিনেমা নিয়েই দেশ-বিদেশে ছুটে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই তিনি দুটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে। তবে দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি।

সব ঠিক থাকলে আগামী জুনে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মাকসুদ হোসাইন। তিনি বলেন, ‘গত বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। ভেবেছি, দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তি দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’

এদিকে ‘সাবা’ শুরু থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় জাপানের ২০তম ‘ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। উৎসবটি ১৪ মার্চ থেকে শুরু হবে।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ফেস্টিভ্যালে সাবার অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত আনন্দের। জাপানের এ উৎসবে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। তবে দেশের মানুষ এখনো এটি দেখতে পারেননি। এটা আমার জন্য অবশ্যই কষ্টের ছিল। অবশেষে আমার দেশের মানুষ দেখবে, এটা বেশ ভালোলাগার মতো একটি খবর। আন্তর্জাতিকভাবে দেশের সিনেমাটি প্রদর্শিত হয়েছে ও বিদেশের মানুষ বাংলা সিনেমা দেখছে এটি আমার জন্য ছিল গর্বের।’

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মেহজাবীন চৌধুরী। তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব। তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২৪ ফেব্রুয়ারি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর