সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

নন-ক্যাডার বিধির প্রজ্ঞাপন আসছে, ৪০তম বিসিএস থেকে নিয়োগ শিগগির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ জুন ২০২৩, ১৪:৩০

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

 

প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর পাস হয়ে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি শিগগির প্রজ্ঞাপন হিসেবে জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, সংশোধিত নিয়োগবিধিতে ৩৫ থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিধিটি পাস না হওয়ার কারণে ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ এত দিন ঝুলে ছিল। এখন সরকার নন-ক্যাডার বিধি পাস করলে এই নিয়োগে আর কোনো বাধা থাকবে না। এতে নিয়োগ পেতে যাচ্ছেন প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা। আর নির্বাচন কমিশনের চাওয়া অনুসারে আরও ৩০০ কর্মকর্তা নিয়োগ পেলে প্রায় ৫ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে নন-ক্যাডার থেকে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, নন-ক্যাডার বিধিটা সরকার পাস করেছে। শিগগির এর কপি পিএসসিতে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে। এই বিধির পর ৩৫ থেকে ৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের বৈধতা দেওয়া হলো। এখন নিয়োগে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

 

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি, সরকার বিধিটা পাস করেছে। এখন আমাদের হাতে বিধিটি এলেই ৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া এই নিয়োগের বিষয়ে আমরা অনেক কাজ এগিয়ে রেখেছি। এখন দ্রুতই নিয়োগ কার্যক্রম শেষ করার কাজ করা হবে।’

 

৪০তম বিসিএসের নন-ক্যাডারে প্রায় এক বছরের বেশি সময় ধরে নিয়োগ আটকে আছে। পিএসসি থেকে বলা হয়েছিল, সরকার বিধি পাস করলেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য ৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর